মাংসের কেজি ৮০০, ব্রয়লার মুরগি ২৬০ টাকা
আরটিভি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ১৩:৪০
ঈদের আগেই বেড়েছে মাংসের দাম। এক দিনের ব্যবধানে কেজি প্রতি গরুর মাংসের দাম বেড়েছে ৫০ টাকা। লেয়ার ও ব্রয়লার মুরগিতে ৪০ থেকে ৫০ টাকা এবং পাকিস্তানি মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর বাজারগুলোতে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি। অথচ বুধবারও গরুর মাংসের দাম ছিল ৭৫০ টাকা।
ক্রেতাদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে কারসাজির মাধ্যমে মাংসের দাম বাড়ানো হয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন, ঈদের কারণে চাহিদা বেশি থাকায় মাংসে টান পড়েছে। বেশি দামে গরু ও মাংস কিনতে হচ্ছে তাই বিক্রিও করছি বেশি দামে।