আগামী রোববার থেকে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সমকাল নারায়ণগঞ্জ প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ১৬:০২

জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, আড়াইহাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি মেরামতের জন্য লক্ষণখোলা, রূপগঞ্জ এলকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে আগামী রোববার (২৩ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার (২৬ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 


বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


তিতাস গ্যাস কর্তৃপক্ষের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সংস্কার কাজের জন্য লক্ষণখোলা, রূপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সব গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজ-এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের চাপ স্বল্প থাকবে ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও