
চীনে হাসপাতালে আগুন, নিহত ২১
চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ফেংতাই জেলার বেইজিং চাংফেং হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুনে বুধবার সকাল পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। উদ্ধার প্রচেষ্টা দুই ঘণ্টা অব্যাহত থাকে। এই সময়ের মধ্যে ৭১ জন রোগীকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।