
চেলসি-নাপোলির কামব্যাক নাকি রিয়াল-মিলানের কর্তৃত্ব
সমকাল
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ২১:০২
চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার দুর্দান্ত পারফরম্যান্সে ও ভিনিসিয়াস-রদ্রিগো গোয়েসদের চমকে গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওই রিয়ালের বিপক্ষে আন্ডারডগ ছিল চেলসি।
রিয়ালের কাছে প্রথম লেগে অনুমিতভাবে ২-০ গোলে হেরেছে ব্লুজরা। দুই দলই অবশ্য গোলের কিছু সুযোগ মিস করেছে। প্রিমিয়ার লিগের টেবিলে ১১ নম্বরে থাকা ওই চেলসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে কামব্যাক দেখাতে পারবে কিনা সেটা দেখার রাত আজ।
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়ন্স লিগ