আল-আকসা মসজিদে ইফতার যেন ফিলিস্তিনিদের মিলনমেলা

বাংলা ট্রিবিউন জেরুজালেম প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ১৭:০০

খাবার নিয়ে তাড়াহুড়ো করে জেরুজালেমের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন আনাস শালোদি। সূর্যাস্তের তখন আর ৩০ মিনিট বাকি। হাতে বড়সড় একটি খাবারের পাত্র আর সবুজ জায়নামাজ নিয়ে আল-আকসা মসজিদের পথে যাচ্ছিলেন আনাস। মসজিদ প্রাঙ্গণেই ইফতারের আয়োজন।


আল-আকসা মসজিদের পাশে রয়েছে বিশাল একটি বাজার। এটি প্রাচীন শহর জেরুজালেমের প্রধান আকর্ষণ। বিভিন্ন দোকানে তখন বিক্রি হচ্ছিলো ফল, জুসসহ ইফতারের প্রচলিত বহু পদের খাবার। রমজান মাসকে কেন্দ্র করে জায়নামাজ, তসবিসহ প্রার্থনার বিভিন্ন সামগ্রীতেও সেখানে চলছে বিশাল ছাড়।


জেরুজালেমের বাসিন্দা হওয়ায় আনাস শালোদি পরিবারের আকসা মসজিদের মাত্র কয়েক মিনিটর দূরত্ব। তবে শুধু জেরুজালেমই নয়, ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর ও বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আল-আকসা প্রাঙ্গণের উৎসবমুখর ইফতারে শামিল হন।


ইফতারের এই মিলনমেলায় বাসায় তৈরি খাবার নিয়ে আসেন অনেকে, মসজিদে যাওয়ার পথে বিপুল সংখ্যক খাবারের দোকান থেকে খাবার কিনেও নিয়ে যায় কেউ কেউ। দাতব্য সংস্থাগুলোও প্রতিদিন ইফতারে হাজার হাজার প্যাকেট খাবারের আয়োজন করে। এই ইফতার করতে আকসা প্রাঙ্গণে জড়ো হন বেশিরভাগ রোজাদার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও