You have reached your daily news limit

Please log in to continue


রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঋণ শোধ হবে চীনা মুদ্রায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। এ ব্যাপারে ঢাকা ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে বলে গতকাল সোমবার বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা পরমাণু শক্তি কমিশন। প্রকল্পটিতে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। এতে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ২৬৫ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় ১ লাখ ৩২ হাজার ৮২৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা হিসাবে)। এই প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ২৬৫ কোটি ডলারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৯০ শতাংশ অর্থায়ন করছে রাশিয়া। এই ঋণ–অর্থায়ন ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড হচ্ছে ১০ বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন