জনপ্রিয়তায় বোহিমিয়ান নকশার মেহেদি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১০:৫৭

ঈদের আগের দিন হাতে মেহেদি পরার চল বেশ পুরোনো। মেহেদির পাতা তুলে তা বেটে হাতে লাগানো হতো। পরে টিউব মেহেদি হাত রঙিন করার প্রক্রিয়া বেশ সহজ করে তোলে। এর ফলে হাতে আঁকা নকশার ধরন পাল্টে যায় ধীরে ধীরে। এখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করলে বোহো স্টাইলে হাতে-পায়ে ‘হোয়াইট হেনা’ দিয়ে আঁকা নকশা চোখে পড়ে।


বোহিমিয়ান বা হিপ্পি নারীদের কাছে হোয়াইট হেনা দারুণ জনপ্রিয়। এটি মূলত একধরনের সাদা রং, যা মিকা পাউডার ও আঠালো রং দিয়ে তৈরি হয়।মেহেদিপাতা থেকে তৈরি রং যেমন ত্বকে কিছুদিনের জন্য স্থায়ী হয়, হোয়াইট হেনা তেমনটা নয়। তবে বোহো প্যাটার্নের হোয়াইট হেনা থেকে অনুপ্রেরণা নিয়ে এখন আমাদের দেশেও কোণ বা টিউব মেহেদি দিয়ে হাতে মেহেদির নকশা করছেন অনেকে; বিশেষ করে যাঁরা ট্রেন্ডি লুকে স্বচ্ছন্দবোধ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও