কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কল্পনা করুন, ইসরায়েলের দখলদারিত্ব শেষ!

দেশ রূপান্তর ক্যারোলিনা ল্যান্ডসম্যান প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১০:২৪

আমেরিকান সাহিত্য সমালোচক ফ্রেডরিক জেমসনের একটা উদ্ধৃতি দিয়ে শুরু করি। তিনি লিখেছেন, ‘কেউ একবার বলেছিল, পুঁজিবাদের সমাপ্তি কল্পনা করার চেয়ে বিশ্বের শেষ কল্পনা করা সহজ।’ একইভাবে বলা যায়, দখলদারিত্ব নেই কল্পনা করার চেয়ে ইসরায়েল রাষ্ট্রই নেই সেটা কল্পনা করা সহজ।


প্রশ্ন হলো, দখলদারিত্বের বিরোধিতা করে প্রকারান্তরে সরকারবিরোধী প্রতিবাদ আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয় কি না, বা সেটাই চাই কি না। হ্যাঁ, চাই তো সেটাই। তবু দখলের প্রতিবাদ হোক। নয়তো কল্যাণকর কোনো পরিবর্তন আসবে না, এবং কোনো একদিন হঠাৎ পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে, এমন না। যতক্ষণ না প্রবল শক্তিশালী কণ্ঠ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলবে, ‘যথেষ্ট হয়েছে, এবার দখলের পালা শেষ করো।’


দখলদারিত্বের কথা না বলার একটা কারণ অবশ্য আছে। প্রধান শান্তি আন্দোলন যেখান থেকে হওয়ার কথা, মানে নেসেটে (ইসরায়েলের আইনসভা) বা এর বাইরে যেখানেই হোক ইহুদি ও ফিলিস্তিনি সীমান্ত প্রাচীরে গিয়েই ধসে পড়ে। ইহুদিদের সমস্যা হলো বারুচ গোল্ডস্টেইন কিংবা ইগাল আমিরের মতো কট্টরপন্থি সমর্থক আর ফিলিস্তিনের সমস্যা হলো চরমপন্থিদের সন্ত্রাসী হামলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও