কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তীব্র গরম, প্রিমিয়ার লিগের সূচি বদলাতে বলছেন সুজন

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ২০:৫২

বিপিএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের কণ্ঠে প্রায়ই শোনা যায় এমন সুর।


কিন্তু এই টুর্নামেন্ট প্রতি বছর গড়ায় মার্চে। ওই সময় দেশজুড়ে বরাবরই থাকে গরম, এ বছর সেটিও মাত্রা ছাড়িয়েছে।


এর মধ্যে বাড়তি ব্যাপার হচ্ছে রমজান মাস। অনেক মুসলিম ক্রিকেটার ধর্মীয় রীতি মেনেই খেলছেন। এমনকি আম্পায়াররাও গরমে অসুস্থ হচ্ছেন বলে জানা গেছে। এ নিয়ে রোববার বিকেএসপিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। সাবেক এই অধিনায়ক জানিয়েছেন ক্রিকেটারদের অভিযোগের কথাও।


তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে, (গরমে খেলা) খুবই কঠিন। ছেলেদের ধন্যবাদ দেই। খেলোয়াড়, আম্পায়ারসহ যারা গরমে ম্যাচ পরিচালনা করেছেন তাদের সবাইকেই ধন্যবাদ। গরমে এটা সহজ না। ছেলেরা বারবার অভিযোগ দিচ্ছে, গরমে খেলা কঠিন। কিছু করার নাই, দিনশেষে গরমে খেলতে হয়। প্রিমিয়ার লিগ সূচি কেন জানি ক্যালেন্ডারের এই সময়েই। ’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও