ঈদে বাড়িতে যাচ্ছেন? যেসব বিষয় মনে রাখা জরুরি

সমকাল প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ১১:৩১

পবিত্র মাহে রমজান বিদায় নিতে চলেছে। এরপরই উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয়  উৎসব ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে অনেকেই বাড়তি ছুটি নিয়েছেন। উৎসবের আনন্দটা ভাগাভাগি করতে অনেকে ছুটবেন প্রিয়জনের কাছে।  ঈদের আগে এবং ঈদের দিন কী করবেন তা নিয়ে সবারই কিছু না কিছু প্রস্তুতি থাকে। তারপরও প্রিয়জনের কাছে যাওয়ার কিছু বিষয় মনে রাখা জরুরি। যেমন-


উপহার নেওয়া : বাড়িতে যাওয়ার আগে প্রত্যেকের জন্য সামান্য কিছু হলেও উপহার নিন। তবে সময় বা অর্থের সঙ্কট থাকলে অন্তত ঈদের দিন বাড়িরে শিশুদের ঈদি দিতে পারেন। এতে তাদের ঈদটা আরও আনন্দময় হবে ।


ঈদ সজ্জা : নিশ্চয়ই অনেকদিন পর বাড়িতে গেছেন। উৎসবের এ সময়টি আরও আনন্দময় করতে ঈদের সময় নিজেদের বাড়ি সাজানোর প্রস্তুতি রাখতে পারেন। সেক্ষেত্রে বাড়ির শিশুদের নিয়ে রঙিন কাগজ কেটেও ঘর সাজাতে পারেন। এতে ছোট-বড় সবারই ভালো লাগবে। উৎসবেরও একটা আমেজ থাকবে।


ঈদের রান্না :ঈদের দিন প্রত্যেকের বাড়িতেই অতিথি আসে। তাদের জন্য রান্না করতে করতেই অনেক সময় সারাদিন কেটে যায়। এ কারণেই ঈদের আগের রাতেই কিছু রান্না করে রাখার চেষ্টা করুন। তাহলে মেহমানদারির পরও নিজে বেড়ানোর সময় পাবেন। দিনটিও উপভোগ করতে পারবেন।


পোশাক বাছাই করুন : ঈদের দিন সকালে যেহেতু কাজকর্ম থাকে এজন্য আরামদায়ক পোশাক বেছে নিন। বিকালে বা সন্ধ্যায় ঘুরতে বের হলে সুন্দর পোশাকটি পরুন।


পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ: ঈদে বাড়িতে গেলে আগে থেকেই পুরনো বন্ধুদের জানিয়ে দিন। সবাই এক জায়গায় দেখা করুন। তাদের সঙ্গে দেখা হলে, আড্ডা হলে নিশ্চয়ই মন ভালো লাগবে।


প্রতিবেশীদের ভুলবেন না :ঈদে বাড়িতে গেলে নিজের ধর্মের তো বটেই, অন্য ধর্মালম্বী প্রতিবেশিদের সঙ্গে দেখা করুন। প্রয়োজনে তাদেরকে ঈদে বাড়িতে আমন্ত্রণ জানান। যদি কোনো প্রতিবেশী অভাবগ্রস্ত হয় তাকে কিছু সহায়তা করুন।


চাপ নেবেন না: ঈদের ছুটি উপভোগ করার চেষ্টা করুন। অফিসের কাজ,বাচ্চাদের পড়াশোনা নিয়ে চাপ দেবেন না। মনে রাখবেন, এগুলো সারাবছরই থাকবে। এ সময়টুকু শুধু প্রিয়জনদের সঙ্গে উপভোগ করুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও