![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/04/online/photos/india-accident-samakal-643a2cb13b452.jpg)
ভারতে বাস গিরিখাদে পড়ে নিহত ১২, আহত ২৭
ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।
পুরোনো মুম্বাই-পুনে হাইওয়ে ধরে পুনে থেকে মুম্বাই যাওয়ার পথে শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে রাইগাদ জেলায় বাসটি গিরিখাদে পড়ে যায়।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।