গুলিস্তান পাতাল মার্কেট অতি ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

বিডি নিউজ ২৪ গুলিস্তান প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ২২:১৫

দুই দশক আগে নির্মিত ঢাকার গুলিস্তানের পাতাল মার্কেটটি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।


বৃহস্পতিবার ফায়ার সার্ভিসসহ সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী একাধিক বাহিনীর সদস্যরা জরিপে চালিয়ে এই সিদ্ধান্ত জানান।


বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর ঢাকার মার্কেটগুলো জরিপের যে কাজ শুরু করেছিল ফায়ার সার্ভিসসহ সরকারি সংস্থাগুলো, তার অংশ হিসেবে বৃহস্পতিবার গুলিস্তানের পাতাল মার্কেটে যান তারা।


গুলিস্তানে আন্ডার পাসের সঙ্গে তৈরি ভূগর্ভস্থ এই মার্কেট মোবাইল মেরামত, মোবাইলের খুচরা যন্ত্রাংশ ও সস্তা ইলেকট্রনিক্স পণ্যের জন্য পরিচিত। এখানে দেড়শর মতো দোকান রয়েছে।


পাতাল মার্কেট জরিপ শেষে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের জোন-১ এর উপসহকারী পরিচালক বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, এই বিপণি বিতানটি অগ্নিকাণ্ডের দিক থেকে অতি-ঝুঁকিপুর্ণ একটি স্থাপনা। গত এক মাসে তারা ঢাকা জোন-১ এলাকায় যেসব মার্কেট ও বহুতল ভবন পরিদর্শন করেছেন তার সবগুলোইন ঝুঁকিপূর্ণ, এগুলোর মধ্যে নয়টি ছিল অতি ঝুঁকিপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও