সাত বছরে প্রথমবারের মতো খুললো সৌদির ইরানি দূতাবাসের দরজা
অবশেষে সাত বছরের মধ্যে প্রথমবারের মতো খোলা হয়েছে সৌদি আরবে অবস্থিত ইরান দূতাবাসের দরজা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, বুধবার (১২ এপ্রিল) রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের মূল ফটকটি খোলা ছিল ও সেসময় ইরানের একটি প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করেন।
গত মাসে চীনের মধ্যস্থতায় হওয়া এক চুক্তির আওতায় সৌদি আরব ও ইরান পূনরায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়। রয়টার্স বলছে, এ দুই দেশের মধ্যে চলে আসা দীর্ঘদিনের বৈরী সম্পর্ক মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত সৃষ্টি করেছে। তাছাড়া পরস্পর বিরোধী গোষ্ঠীগুলোকে বিশৃঙ্খলা সৃষ্টিতে প্ররোচিত করেছে।