কুচক্রী মহল আরেকটি ওয়ান-ইলেভেন রচনা করতে চায়: নাছির

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ২০:২৯

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যারা দেশকে অস্থির করে আরেকটি ওয়ান-ইলেভেনের স্বপ্ন রচনা করতে চাইছেন তাদের জাতি প্রত্যাখ্যান করেছে। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই।


তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিদেশে কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তারাই অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন কথিত নোবেলজয়ী ড. ইউনূস। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে এদের বিরুদ্ধেই জনগণকে ম্যান্ডেট দেওয়ার জন্য তৈরি করে নেওয়ার সুযোগ এসেছে।


মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডে চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে গণসংযোগকালে তিনি একথা বলেন।


আ জ ম নাছির বলেন, আমরা জানি সাধারণ মানুষ কী চায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্ট লাঘবে আওয়ামী লীগ সচেষ্ট। অথচ জনগণের কথা না ভেবে বিএনপি মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা নির্বাচনেও আছি রাজপথেও আছি। তাই কোনোরকম অরাজকতা প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই অরাজকতা চলবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও