You have reached your daily news limit

Please log in to continue


মুরগির পা খাওয়ার পরামর্শ, আর যখন মাংসের চেয়ে পেঁয়াজ দামি

বিশ্বজুড়েই এখন চলছে মূল্যস্ফীতির দারুণ প্রকোপ। দেশে দেশে বেড়েই চলেছে নিত্যপণ্যের মূল্য। প্রতিদিনের জীবনযাত্রা চালাতে হিমশিম খাচ্ছেন মানুষ, তাঁদের কাটছাঁট করতে হচ্ছে খাদ্যতালিকায়। এ অবস্থায় বিভিন্ন দেশে কর্তৃপক্ষ জনগণকে নানা রকম পরামর্শও দিচ্ছে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, কোনো দেশে সরকার জনগণকে মুরগির মাংসের বদলে মুরগির পা খেতে বলেছে। আবার কোনো দেশে হয়তো পেঁয়াজের দাম বেশি, তাই বিয়েতে ফুলের তোড়ার পরিবর্তে কনে হাতে নিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের তৈরি তোড়া। কোথাও আবার বই বিক্রি হচ্ছে কিস্তিতে।

মানুষ যখন করোনাভাইরাস মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে, ঠিক তখনই শুরু হয় রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। তার ওপর বেশির ভাগ দেশে এখন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা মূল্য হারাচ্ছে। ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েই চলেছে।

দেখে নেওয়া যাক, কোন দেশের মূল্যস্ফীতি সে দেশের মানুষের ওপর কেমন প্রভাব ফেলছে। বিবিসি নিউজ অনলাইন, রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানাচ্ছে, উঁচু মূল্যস্ফীতির হার কয়েকটি দেশে মানুষের জন্য কীভাবে তীব্র ভোগান্তির কারণ হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন