আদিবাসী অপো ওয়াং ভোগের প্রচ্ছদকন্যা

দেশ রূপান্তর প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১০:৪১

ফিলিপাইনের ভোগ ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায় প্রচ্ছদের মডেল হিসেবে স্থান পেয়েছেন অপো ওয়াং-ওড। ১০৬ বছর বয়সী আদিবাসী এই ট্যাটুশিল্পীই এখন বিখ্যাত এই ম্যাগাজিনের সবচেয়ে বেশি বয়সী প্রচ্ছদকন্যা। ফিলিপাইনের হাজার বছরের ‘বাটক’কে শিল্পে রূপ দিয়েছেন তিনি। লিখেছেন নাসরিন শওকত


বুসকালানের ট্যাটুশিল্পী


ফিলিপাইনের উত্তরাঞ্চলের প্রদেশ কলিঙ্গ। দেশটির রাজনৈতিক ইতিহাসের প্রথম থেকেই কলিঙ্গ অঞ্চলটি স্বাধীন ছিল। যদিও এই দ্বীপ দেশটি চারশ’ বছর ধরে বিদেশিদের দখলে ছিল। দীর্ঘ এই সময়ে স্পেন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান ফিলিপাইন শাসন করত। তখন যেকোনো বহিঃশত্রুর হাত থেকে ফিলিপাইনকে রক্ষা করতে সফলভাবে লড়াই করত কলিঙ্গ উপজাতির শিকারি প্রধান (হেডহান্টারস) গোত্র। তারা সমভূতিতে যেমন পশুপাখি শিকারের ওস্তাদ ছিল , তেমনি যোদ্ধা হিসেবে যুদ্ধক্ষেত্রেও ছিল সমান পারদর্শী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও