![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F400x225x1%2Fuploads%2Fmedia%2F2023%2F04%2F10%2F340387314_1258826318393913_6929883528004637422_n-afcbe3847a7db61677a5df21837ce311.jpg%3Fjadewits_media_id%3D851145)
বর্ষবরণ ১৪৩০: ছায়ানটের আহ্বান ‘ধর নির্ভয় গান’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ২০:৪৮
এবার নববর্ষের (১৪ এপ্রিল) প্রথম প্রভাতে, সত্য-সুন্দরকে পাওয়ার অভিলাষী ছায়ানটের আহ্বান থাকবে, দূর করো অতীতের সকল আবর্জনা, ‘ধর নির্ভয় গান’।
সোমবার (১০ এপ্রিল) রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ছায়ানটের সহ-সভাপতি আতিউর রহমান ও খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা ও যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।
- ট্যাগ:
- বিনোদন
- বাংলা নববর্ষ
- নববর্ষ উদযাপন
- ছায়ানট