প্রাইম ব্যাংকের বিপক্ষে দাপুটে জয় মাশরাফিদের
সমকাল
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ১৬:০১
প্রাইম ব্যাংককে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দাপুটে জয়ে মাঠ ছেড়েছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করে মাশরাফিদের বোলিং তোপে ১২৮ রানে অলআউট হয়ে যায় মিঠুনের প্রাইম ব্যাংক। জবাবে ২৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়ে যায় রূপগঞ্জের।বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের হয়ে এদিন মাঠে নেমেছিলেন মুশফিকুর রহিম।
কিন্তু চারে নেমে ৫ বলে ৫ রানের বেশি করতে পারেননি। নাসির হোসেন দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া ইয়াসির আলী চৌধুরীর ব্যাট থেকে আসে ২৮ রান। ভালো করতে পারছেন না দলটির বিদেশি করিম জানাত। ২৬ বলে ১৭ রান করে আউট হন আফগান ক্রিকেটার। অভিজ্ঞ নাসির (৩১) আর ইয়াসির আলী রাব্বি (২৮) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও পারেননি। ৮ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে আব্দুল হালিম ছিলেন সেরা বোলার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
ঢাকা পোষ্ট
| শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১২ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে