আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন বাবুল আক্তারের শ্বশুর
মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতে কাঁদলেন তাঁর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। তিনি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের শ্বশুর।
আজ রোববার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসীম উদ্দিনের আদালতে মাহমুদা খানম (বাবুলের স্ত্রী) হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার সময় মোশাররফ হোসেনকে কাঁদতে দেখা যায়। সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, বাবুল এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেন।
গত ১৩ মার্চ বাবুলসহ সাত আসামির বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। বাবুলের সঙ্গে অভিযোগপত্রভুক্ত অপর ছয় আসামি হলেন মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম ওরফে কালু ও শাহজাহান মিয়া।
এই আসামিদের মধ্যে বাবুল, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার কারাগারে আছেন। এহতেশামুল জামিনে, কামরুল ও খাইরুল শুরু থেকে পলাতক। আজ আদালতে কামরুল, খাইরুল ছাড়া অপর পাঁচ আসামি উপস্থিত ছিলেন।