কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যকৃতে সমস্যা থাকলে রোজায় কী করবেন

প্রথম আলো প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ২০:১১

লিভার বা যকৃৎ আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। যকৃৎ শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এর মধ্যে বিপাক ক্রিয়া বা মেটাবলিজম অন্যতম। এ ছাড়া যকৃৎ আমাদের শরীরে প্রোটিনসহ আরও অনেক প্রয়োজনীয় উপাদান তৈরি করে। যকৃতের নানাবিধ রোগ হয়, যেমন হেপাটাইটিস, ফ্যাটি লিভার, সিরোসিস, সিস্ট, এবসেস, ক্যানসার ইত্যাদি। তা ছাড়া যকৃতের বেশ কিছু বিরল রোগও হয়ে থাকে।


পবিত্র রমজান মাসে অন্যান্য অনেক রোগীর মতো যকৃতের রোগীরাও চিন্তিত হয়ে পড়েন—কীভাবে রোজা রাখবেন কিংবা আদৌ রোজা রাখতে পারবেন কি না? এসব রোগী চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।


যকৃতের যেসব রোগীদের রোজা রাখার তেমন ঝুঁকি নেই তাঁরা হলেন
১. ফ্যাটি লিভারের রোগী 


২. হেপাটাইটিস-বি ভাইরাসের যাঁরা শুধু ক্যারিয়ার বা বাহক।


৩. ক্রনিক হেপাটাইটিস-বি ভাইরাসে সংক্রমিত রোগী।


৪. ক্রনিক হেপাটাইটিস-সি ভাইরাসে সংক্রমিত রোগী।


৫. প্রাথমিক অবস্থায় থাকা সিরোসিসে আক্রান্ত রোগী।


৬. প্রাথমিক অবস্থায় থাকা লিভার ক্যানসারের রোগী।


৭. লিভার ট্রান্সপ্লান্ট করা রোগী, যাঁরা সুস্থ আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও