৯৩% প্রতিষ্ঠানের কাছে সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জিং
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ১১:১৯
সাইবার নিরাপত্তায় যেকোনো অপারেশনের কাজকে চ্যালেঞ্জিং মনে করে এশিয়া প্যাসিফিক এবং জাপানের ৯৩ শতাংশ প্রতিষ্ঠান। সম্প্রতি শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের দ্য স্টেট অব সাইবার সিকিউরিটি ২০২৩: দ্য বিজনেস ইমপ্যাক্ট অব অ্যাডভারসেরিস অন ডিফেন্ডারস প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
সাইবার হামলার ঘটনায় একটি আক্রমণ কীভাবে ঘটেছে সেটি বুঝে ওঠাই খুব কঠিন হয়ে পড়ে। সমীক্ষায় ৭৬ শতাংশে মত, একটি আক্রমণের মূল কারণ চিহ্নিত করা অনেক দুরূহ। এর ফলে প্রতিকারও জটিল হয়ে যায়। এমনকি একই বা ভিন্ন হামলাকারী দ্বারা সংস্থাগুলো আবারো হুমকির শিকার হতে পারে। অথবা একাধিক আক্রমণের ঝুঁকিতেও পড়তে পারে। সময়মতো সাইবার হামলা প্রতিকারের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে বলে জানিয়েছে জরিপের ৭১ শতাংশ অংশগ্রহণকারী।