এশিয়ায় জ্বালানি তেলের আমদানি ঊর্ধ্বমুখী
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ১১:১৪
এশিয়ার দেশগুলোতে গত মাসে জ্বালানি তেলের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীন ও ভারতের আমদানি বৃদ্ধি প্রভাব ফেলেছে আন্তর্জাতিক বাজারে। মার্চে মোট আমদানি ছিল ১১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টন। গড়ে দৈনিক ২ কোটি ৭৬ লাখ ব্যারেলের সমান। আমদানির এ পরিমাণ ফেব্রুয়ারির মোট আমদানির তুলনায় ৪ শতাংশ বেশি। খবর রয়টার্স।
রেফিনিটিভ অয়েল রিসার্চের প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের মোট আমদানি ছিল ১১ কোটি ২৩ লাখ ২০ হাজার টন। দৈনিক ভিত্তিতে মার্চে ৬ দশমিক ১ শতাংশ কমেছে আমদানি। ফেব্রুয়ারিতে দৈনিক ভিত্তিতে যার পরিমাণ ছিল ২ কোটি ৯৪ লাখ ব্যারেল। বিপরীতে জানুয়ারিতে দৈনিক ভিত্তিতে উৎপাদন ছিল ২ কোটি ৯১ লাখ ৩০ হাজার ব্যারেল।