![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-04%2F0f576f17-0553-4c24-9422-6d5b3bd5072e%2Ffire_bangabazar_040423_053.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
বঙ্গবাজারে পোড়া বরিশাল প্লাজায় ফের অগ্নিকাণ্ড
বঙ্গবাজারে চার দিন আগে আগুনে ক্ষতিগ্রস্ত বিপণি বিতান বরিশাল প্লাজায় ফের অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার সকালে সেখানে আগুন লাগার খ্বর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
মূল বঙ্গবাজারের পশ্চিম পাশের রাস্তার ওপারের বরিশাল প্লাজার চতুর্থ তলায় সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান শিকদার।