হ্যান্ডহেল্ড প্লেস্টেশন কিউলাইট আনবে সনি
বণিক বার্তা
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৩, ১২:২৬
গেমিংয়ের জন্য বর্তমানে হ্যান্ডহেল্ড ডিভাইসের জনপ্রিয়তা বেশি। যেকোনো জায়গায় যেকোনো মুহূর্তে গেম খেলার সুবিধা দিয়ে থাকে এ ডিভাইস। বাজার ও গ্রাহকের চাহিদার কথা বিবেচনায় এবার হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস কিউলাইট বাজারজাতের কথা ভাবছে সনি। খবর গিজচায়না।
বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন ডিভাইসটি পিএসপি ও পিএসভিটার তুলনায় আলাদা হবে। কেননা এটি প্লেস্টেশন ৫ কনসোলে রিমোট প্লের জন্য তৈরি করা হবে। তবে সনির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ইনসাইডার গেমিংয়ের তথ্য আগেও সত্য প্রমাণিত হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গেমস্ট্রিম
- গেমস
- গেমিং