সরকারি হাসপাতালে খাওয়ার পানির ব্যবস্থা করবে কে?
প্রাকৃতিক দুর্যোগ, অপরিকল্পিতভাবে ভূগর্ভের পানি উত্তোলন এবং লবণাক্ততার সমস্যায় দেশের উপকূলীয় অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে রোগী বা তাদের স্বজনদের খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও পানি স্বল্পমূল্যে কিনে খাওয়ার বন্দোবস্ত থাকলেও এমন অনেকে আছেন যাদের সেই সামর্থটুকুও নেই।
রোগ সারাতে এসে পানিবাহিত নতুন রোগ নিয়ে বাসায় ফিরতে হচ্ছে অনেক রোগীকে। এসব হাসপাতালের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, ‘সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে পানির জন্য টাকা নিতে খারাপ লাগে। কিন্তু উপায় তো নেই। পানির জন্য অধিদফতর থেকে জন্য আলাদা কোনও বরাদ্দ নেই।’
স্থানীয়দের অভিযোগ, এবারে শীতের পর থেকেই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও এর আশপাশের অঞ্চলের গভীর নলকূপ থেকে পানি উঠছে না।