কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে যত বাধা

দেশ রূপান্তর ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ১০:০৯

রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন কত তা জানে না কেউ। ভবনের ফিটনেস যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেসব চিহ্নিত করা হয়নি। তবে বিভিন্ন প্রকল্পের আওতায় এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্রকৌশলগত পরীক্ষা করে কিছু ভবন, মার্কেট ও স্থাপনাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেসব ঝুঁকিপূর্ণ অবকাঠামো অপসারণও করা হচ্ছে না। কোনোটির ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ রয়েছে। আর সিটি করপোরেশন ও রাজউকের ঠেলাঠেলিতেও আটকা পড়েছে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ। দুই সিটি অপসারণের কথা বললেও কার্যত কেউ করে না।


গত মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজারে আগুনে সাতটি মার্কেট পুড়েছে। মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি মার্কেট। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, আট হাজার দোকান পুড়ে ক্ষতি হয়েছে হাজার কোটি টাকা। এ ঘটনার পর জানা যায়, ২০১৯ সালে ফায়ার সার্ভিস মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর ১০ বার তারা নোটিস দিয়েছিল। সিটি করপোরেশন মার্কেট অপসারণ করে বহুতল মার্কেট করতে চেয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা হাইকোর্টে রিট করলে সেটা স্থগিত হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও