স্মার্ট উদ্যোক্তারাই হবে স্মার্ট ইকোনমির মূল চালিকাশক্তি: পলক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৩
স্মার্ট ইকোনমি স্মার্ট বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ইকোনমির মূল মেরুদণ্ড হবে আমাদের স্মার্ট উদ্যোক্তারা।
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে আয়োজিত ‘স্মার্ট অ্যান্টারপ্রিনিউর: স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আইসিটি বিভাগ ও আইডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।