কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জন্মদিনে ‘ইন্ডিয়ান ক্রাশ’ রাশমিকার একঝলক

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ১৪:৫৫

আজ ‘ইন্ডিয়ান ক্রাশ’ খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ও মডেল রাশমিকা মান্দানার জন্মদিন। কন্নড়, তেলেগু, তামিল ও হিন্দি ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এর মধ্যে কন্নড় ও তেলেগু চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়াদের একজন কর্ণাটকের এই অভিনেত্রী। ‘কমরেড’, ‘সুলতান’-এর পর পুষ্পার মতো দর্শক মাতানো চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন। 


১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্ণাটকের কোডাগুর ভিরাজপেট শহরে জন্ম রাশমিকার। তাঁর বাবা মদন মান্দানা ও মা সুমন মান্দানা। কোডাগুর কুর্গ পাবলিক স্কুলে শিক্ষাজীবন শুরু হয় তাঁর। স্কুলের পড়াশোনা শেষ করার পর তিনি কর্ণাটকের বেঙ্গালুরু, এমএস রামাইয়া কলেজ অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে ডিগ্রি নেন। অভিনয় শিখতে তিনি মহিশুর ইনস্টিটিউট অব কমার্স অ্যান্ড আর্টসেও পড়াশোনা করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও