হিলারি ক্লিনটনকে ভয় পেতেন পুতিন: ন্যান্সি পেলোসি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ২০:৩০
মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ভয় পেতেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই কারণে ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছেন রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবার নিউজউইক এ খবর জানিয়েছে।
কলম্বিয়া স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স (এসআইপিএ)-তে দেওয়া ভাষণে সোমবার পেলোসি বলেছেন, হিলারি ক্লিনটনের স্বচ্ছতা ও অবস্থানের কারণে পুতিনকে ভিন্ন পথ ধরতে হয়েছিল। তার নির্বাচনি প্রচারের বিরুদ্ধে বেআইনি পন্থার দ্বারস্থ হতে হয়েছিল। আমাদের গণতন্ত্রের ওপর পুতিনের হস্তক্ষেপের কারণ ছিল রাশিয়ার গণতন্ত্রহীনতার নিরিখে তিনি সবচেয়ে ভয় পেতেন হিলারি ক্লিনটনকে।