ঈদের পর বিএনপির কর্মসূচি, কেউ পালিয়ে যাবেন না: সোহেল

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৩, ২১:৪৩

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আগে আমরা নেত্রীর (বেগম খালেদা জিয়া) মুখের দিকে তাকিয়ে থাকতাম, এখন নেত্রী আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন। আমরা তাকে মুক্ত করতে পারব কিনা?


এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই পালিয়ে যেতে পারে, আপনারা কি পালিয়ে যেতে পারবেন? বিগত আন্দোলনে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি।


তাদের রক্তের প্রতি আমাদের কি এতটুকু ঋণ নেই? যদি ঋণ থেকে থাকে, তাহলে আমাদের নেতা ঈদের পর কর্মসূচি ঘোষণা করবেন, আন্দোলনের ময়দান থেকে কেউ পালিয়ে যাবেন না।


সোমবার (০৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ সময় সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, রাজনীতির কারণে অল্প বয়সে বাবা হারিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। হারিয়েছেন ছোট ভাইকেও। শেষবারের মতো তিনি ছোট ভাইয়ের মুখটাও দেখতে পাননি। রাজনীতির কারণে উনার মা ৭৯ বছর বয়সে কারাগারে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও