ভর্তুকি মূল্যে ডিম-মাংসের বিক্রয়কেন্দ্র: স্বাচ্ছন্দে আধা কেজি গরুর মাংস কিনছেন ক্রেতারা
মধ্যবয়সী এক লোক দোকানির কাছে একটু নিচু স্বরে জানতে চাইলেন, 'গরুর গোশত আধা কেজি দেওয়া যাবে?' বিক্রেতা রাজু আহমেদ বেশ হাসিমুখেই ক্রেতাকে বললেন, 'অবশ্যই দেওয়া যাবে।' ক্রেতা একটা ৫০০ টাকার নোট বিক্রেতাকে দিলে তিনি ৩২০ টাকায় আধা কেজি গরুর গোশতের একটি স্লিপ দিলেন। এই স্লিপ দিয়ে চিলিং ভ্যানের ভেতর থেকে পণ্যটির ডেলিভারি নেন ক্রেতা।
সেগুনবাগিচা দুদক কার্যালয়ের উল্টোপাশে প্রাণীসম্পদ অধিদপ্তরের কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রয়কেন্দ্রের চিত্র এটি। ফুটপাতের ঠিক পাশেই ছোট্ট একটি চিলিং ভ্যান রাখা, তার পাশে ফুটপাতের উপর টেবিল-চেয়ারে বসে অর্ডার নিচ্ছিলেন বিক্রেতা। মাঝেমধ্যেই তিন-চারজনের একটি করে জটলা তৈরি হচ্ছে, আবার কিছুটা ফাঁকা।