![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F04%2F02%2Fdvvdsvv-b76a92b444d28123e0912a71d7b6258e.jpg%3Fjadewits_media_id%3D849511)
ইসরায়েল সরকার পিছু হটলেও থামছে না বিক্ষোভ
ইসরায়েলে বিচার বিভাগের সংস্কারের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হটলেও, বিক্ষোভ বন্ধ হচ্ছে না। শনিবার বিভিন্ন শহরে বিতর্কিত এই পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।
টিআরটির খবরে বলা হয়, বিক্ষোভের ১৩তম সপ্তাহে শনিবার তেল আবিবে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলি পতাকা এবং ব্যানার হাতে সরকারবিরোধী শ্লোগান দেয় তারা। অন্যান্য অঞ্চল ও শহরেও এদিন বেশ কয়েকটি ছোট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী নেতানিয়াহুর সরকার বিচার বিভাগে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিক্ষোভ চলছে।
প্রবল বিক্ষোভের মুখে সোমবার এ পরিকল্পনা থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন, রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সময় নিয়েছেন তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সরকারবিরোধী বিক্ষোভ