কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউক্রেনে রুশ সেনারা আরও অস্ত্র পাবে: সের্গেই শোইগু

বাংলা ট্রিবিউন ইউক্রেন প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ১৬:১৪

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে আরও অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে পরাস্ত করতে শনিবার (১ এপ্রিল) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম ভিডিওতে দেখা গেছে, শোইগু রাশিয়া শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক সভাপতিত্ব করছেন।


সেখানে প্রতিরক্ষামন্ত্রী তার সেনা কর্মকর্তাদের বলেন, রাশিয়া আগামীতে সেনাদের জন্য অস্ত্র সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নেবে। সবচেয়ে বেশি প্রয়োজনীয় গোলাবারুদ পাঠানো হবে।


ইউক্রেনে ধারাবাহিক বিপর্যয়ের মুখে পড়ে কয়েক মাস ধরে নিজ দেশেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন সের্গেই শোইগু। ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইনে ব্যর্থতার জন্য তার পরিকল্পনাকে দায়ী করেন সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রুশ সেনাদের পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ না পাঠানোর অভিযোগ তোলে দেশটির অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও