![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-03%252Ff9ea7e0d-999d-46bd-a08b-97b935b9da62%252Fphone_reuters.jpg%3Frect%3D0%252C0%252C800%252C420%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ফোন ব্যবহার করলে শিশুদের যে সমস্যা হয়
প্রথম আলো
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০৮:০৩
অভিভাবকদের অনেকেই খাবার খাওয়ানোর সময় শিশুদের হাতে ফোন বা ট্যাবলেট কম্পিউটার ধরিয়ে দেন। শুধু তা–ই নয়, বিভিন্ন কাজ করার সময় ফোনে গান, কার্টুন বা মজার ভিডিও চালিয়ে দিয়ে শিশুদের ব্যস্তও রাখেন কেউ কেউ।
সাময়িকভাবে উপকার পাওয়া গেলেও এর মাধ্যমে শিশুদের মেজাজ খিটখিটে হওয়ার পাশাপাশি তাদের মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যেতে পারে বলে জানিয়েছেন স্পেনের নিউরোসাইকোলজিস্ট ড. আলভারো বিলবাও। সমস্যা সমাধানে ছয় বছরের কম বয়সী শিশুদের ফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহার থেকে দূরে রাখা উচিত বলেও মনে করেন তিনি। নিজের লেখা ‘আন্ডারস্ট্যান্ডিং ইয়োর চাইল্ডস ব্রেইন’ বইয়ে এসব তথ্য তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের সাবেক এই মনোবিজ্ঞানী।