![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x848597%2Fuploads%2Fmedia%2F2023%2F03%2F31%2Fsavar-fd6cd0cb0c13bba8d0951734d6915e00.jpg%3Fwatermark%3Dmedia%252F2023%252F03%252F28%252FWhatsApp-Image-2023-03-28-at-17.25-cc278081fb57d021483b683f044c1e51.png)
জমি দখলে ব্যর্থ হয়ে ৮ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
ঢাকার সাভারের হেমায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে যমযম নূর সিটি হাউজিং কোম্পানির কর্মচারীসহ ৮ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে হাবিবুর রহমান নামের এক ভুক্তভোগী আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এর আগে বিকালে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া মৌজার যমযম নূর সিটির ভেতরে এ ঘটনা ঘটে।অভিযুক্তরা হলেন- হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিংয়ের জাকির হোসেন (৪০), মো. মনির হোসেন (৩৬), মোতালেব (৩৭), রফিক (৩৬), মো. তরিকুল (৩৩), সুজন দাস (৩৫), ভুট্টু (৩০) ও শফিকসহ (৩৬) অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন।আহতরা হলেন- আতিকুর রহমান (৩০), মাহমুদল ইসলাম (৩৩), কর্মচারী বাহার (৪০), কাউসার (২৯), শরিফ (২৮), সজীব (২৮), আলমাস (৪০) ও আবু (৩৩)।