দুই ম্যাচ হেরে শুরু করা বাংলাদেশের যুবারাই চ্যাম্পিয়ন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১০:২৮
আবুধাবিতে টানা দুই ম্যাচ হেরে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে লিগ পর্বের শেষ দুটি ম্যাচ জিতে ফাইনালে ওঠে তারা এবং জিতে নিলো শিরোপাও! মাহফুজুর রহমান রাব্বির ঘূর্ণিতে আফগানিস্তানকে ১৪৩ রানে আটকে দিয়ে ৬ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন আহরার আমিনের দল।৩৭ ওভারে আফগানদের ইনিংস শেষ করে দিতে রাব্বি নিয়েছেন ৬ উইকেট।
১০ ওভার বল করে ২৯ রান দেন এই স্পিনার। এছাড়া আফগানিস্তানের সেরা ব্যাটার মোহাম্মদ হারুন খানকে (৬৫) বোল্ড করাসহ দুটি উইকেট নেন রাফি উজ জামান রাফি।আফগানদের পক্ষে হারুন ছাড়া দুই অঙ্কের ঘরে রান করেছেন হেজবুল্লাহ দোরানি (১৩), ওয়াফিউল্লাহ তারাখলি (২৭) ও খালিদ তানিওয়াল (১৫)।লক্ষ্যে নেমে দলীয় ২১ রানে আশিকুর রহমান শিবলি (১৭) মাঠ ছাড়েন। ছোট লক্ষ্য অতিক্রম করতে আর বেশি ভুগতে হয়নি বাংলাদেশকে।
- ট্যাগ:
- খেলা
- ত্রিদেশীয় সিরিজ
- স্পিনার