জাল নোট চেনার সহজ উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ০৯:৫৮
দুই ঈদ এমনকি বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা বাজারে জাল টাকা ছাড়েন। বিভিন্ন জাল নোট ঘুরে বেড়ায় এক হাত থেকে অন্য হাতে। জাল নোট সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই, আর এ কারণে প্রতারিত হয়েও অনেকে টের পান না। তবে কয়েকটি বিষয় জানা থাকলে সহজেই আপনার পকেটের টাকাগুলো জাল কি না তা শনাক্ত করতে পারবেন।
১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট বেশি জাল হয়। এক্ষেত্রে দেখতে হবে টাকায় থাকা নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা, জল ছাপ ইত্যাদি বিষয় লক্ষ্য রাখতে হবে। ১০০, ৫০০ ও ১০০০ টাকাসহ প্রত্যেক ধরনের নোটের সামনে ও পেছন দুদিকের ডিজাইন, মধ্যভাগের লেখা, নোটের মূল্যমান ও ৭টি সমান্তরাল সরল রেখা উঁচু নিচুভাবে মুদ্রিত থাকে। ফলে হাত দিলে একটু খসখসে মনে হয়।
- ট্যাগ:
- লাইফ
- জাল নোট
- বাংলাদেশ ব্যাংক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস আগে