পুতিনের বন্ধুকে সহায়তা করায় ৪ ব্যাংকারের সাজা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এক বন্ধুকে সুইস ব্যাংকে বিপুল অর্থ লেনদেন করতে সাহায্য করার অভিযোগে করা মামলায় চার ব্যাংক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পুতিনের বন্ধু বেহালা বাদক সের্জেই রলদুগিনকে সহায়তা করার দায়ে তাদের স্থগিত সাত মাসের কারাদণ্ড দিয়েছেন সুইজারল্যান্ডের জুরিখের আদালত। এ চার ব্যাংকারের মধ্যে তিনজনই রুশ ও অন্যজন সুইস নাগরিক। তারা রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকের জুরিখ শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা। খবর বিবিসির।
বৃহস্পতিবার ‘পুতিনের মানিব্যাগ’ হিসেবে পরিচিত সের্গেইকে সহায়তা করায় এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
জানা যায়, সের্গেই রলদুগিন ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় তিন কোটি ডলার পাচার করেছিলেন। এ টাকা কোথা থেকে এসেছে তার কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দেননি তিনি।
২০১৪ সালে রোলদুগিন সুইজারল্যান্ডের গ্যাজপ্রম ব্যাংকে দুটি অ্যাকাউন্ট খুলেছিলেন। এ দুই অ্যাকাউন্টের মালিক হিসাবে তার নাম দেওয়া হয়েছিল। সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞার তালিকায় থাকা রুশ নাগরিকদের একজন রলদুগিন। তার ব্যাংক অ্যাকাউন্টেও ব্যবসায়ী হিসাবে কোনো ধরনের কার্যক্রমের কথা উল্লেখ ছিল না। তারপরও রলদুগিন সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন।