You have reached your daily news limit

Please log in to continue


চতুর্থ অ্যালবাম আনছে ‘চিরকুট’

চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ইতোমধ্যেই এর কাজও শুরু করে দিয়েছে দলটি। সবশেষ ২০১৭ সালে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ইতোমধ্যেই এর কাজও শুরু করে দিয়েছে দলটি।

সবশেষ ২০১৭ সালে ‘চিরকুট’ তাদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছিল। সেই অ্যালবামের নাম ছিল ‘উধাও’। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’ এবং ‘কাঁটাতার’সহ মোট ছয়টি গান ছিল। নতুন অ্যালবামের পরিকল্পনা নিয়ে চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, নতুন প্রজেক্টে ১০ থেকে ১১টি গান থাকবে। অনেক যত্ন নিয়ে আমরা চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। আশা করছি চলতি বছরের শেষদিকে অ্যালবামটি বাজারে নিয়ে আসতে পারব। তবে এখনও অ্যালবামের নাম চূড়ান্ত হয়নি। ইতোমধ্যেই ৫০টিরও বেশি নাম জমা পড়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন