![](https://media.priyo.com/img/500x/https://i.ibb.co/hV5VCqK/20220624-175149.jpg)
ঈদে ফেরিতে শুধু পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার চালু থাকবে: খালিদ মাহমুদ চৌধুরী
ঈদের আগে ও পরের তিন দিন ফেরি দিয়ে শুধু পচনশীল পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। আগামী ১৭ এপ্রিল থেকে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে।"
তিনি আরও বলেন, "পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না। এ কারণে আমরা শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে পারি কিনা তা দেখার চেষ্টা করছি। বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি সে ব্যবস্থা করবে।"