প্রেমিক কথা রাখতে চাইছে না বুঝবেন যেভাবে
প্রেমের সম্পর্ক তো আর এমনি এমনি গড়ে ওঠে না। দু’জন দু’জনকে ভালোবাসার, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তবেই না একটি সম্পর্ক শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই কথা রাখতে পারে না বা রাখতে চায় না। দু’জন মানুষ যখন একই রকম স্বপ্ন দেখে পাশাপাশি চলতে থাকে, একটা সময় যেকোনো একজন সেই পথ থেকে সরে আসতে চাইলে পথচলা কঠিন হয়ে পড়ে। যাকে ছেড়ে যাচ্ছে, তার জন্য ভেঙে পড়াটা খুব স্বাভাবিক।
মুশকিল হলো, বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমিক মুখে সত্যিটা বলে না। সে তার প্রেমিকাকে ছেড়ে যেতে চাইছে, সে কথা রাখতে চাইছে না কিন্তু মুখেও বলতে পারছে না। যেন মুখে বললেই সব দায় তার ঘাড়ে চাপানো হবে! তাই এমন সব আচরণ সে করতে থাকে, যেগুলো দেখে প্রেমিকা যেন নিজ থেকেই সরে যায়। এমন একটি অনিশ্চিত সম্পর্কে থেকে আপনি নিশ্চয়ই ভবিষ্যতের বোঝা বাড়াতে চাইবেন না? আপনার প্রেমিক যদি আপনাকে দেওয়া প্রতিশ্রুতি না রাখতে চায় তবে সেকথা মুখে না বললেও তার কিছু আচরণে স্পষ্ট হবে। জেনে নিন-
- ট্যাগ:
- লাইফ
- প্রেমিক
- প্রেমিকা
- প্রেমের সম্পর্ক