মেসি না রোনালদো, বড় দলগুলোর বিপক্ষে কার গোল বেশি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ১২:০৩

কাতার বিশ্বকাপ জয়ের পর দারুণ সময় কাটছে লিওনেল মেসির। প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় গিয়ে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। এছাড়া মাঠে নেমেও একের পর এক কীর্তি গড়ছেন। সম্প্রতি কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক গোলের দিনে ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে দেশের হয়ে শততম আন্তর্জাতিক গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। 


আর্জেন্টিনার জার্সিতে ১৭৪ ম্যাচে তার সর্বমোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১০২-এ। তার আগে এ কীর্তি গড়েছেন কেবল দুজন। ইরানের সাবেক স্ট্রাইকার দাইয়ির নামের পাশে আছে ১৪৮ ম্যাচে ১০৯ গোল। তিনি ২০০৪ সালের নভেম্বরে শততম গোল করেন। ১৯৮ ম্যাচে ১২২ গোল নিয়ে শীর্ষ অবস্থান পর্তুগিজ সুপারস্টার রোনালদোর। ২০২০ সালের সেপ্টেম্বরে গোলের সেঞ্চুরি স্পর্শ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও