কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জিমেইলে ১০ জিবি পর্যন্ত ফাইল পাঠাবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৮:০৪

জিমেইলে সাধারণত ২৫ মেগাবাইট আকারের ফাইল পাঠানো যায়। এর থেকে বড় আকারের ফাইল জিমেইলে পাঠানো যায় না। তবে চাইলেই ১০ গিগাবাইট আকারের ফাইলও জিমেইলে পাঠানো সম্ভব। জিমেইলে বড় আকারের ফাইল পাঠানোর কৌশল দেখে নেওয়া যাক—


জিমেইলের ফাইলে আকার ২৫ মেগাবাইটের বেশি হলে সেটি প্রথমে গুগল ড্রাইভে আপলোড করতে হবে। এরপর কম্পিউটার থেকে জিমেইলে প্রবেশের পর কম্পোজ অপশনে ক্লিক করে ই–মেইল লেখার উইন্ডো চালু করতে হবে। সেখানে প্রাপক, ই-মেইলের বিষয়, ইমেইলের বিবরণী লেখার পর কম্পোজ উইন্ডোর নিচে গুগল ড্রাইভ আইকনে ক্লিক করতে হবে। একটি পপআপ দেখা যাবে। এবার গুগল ড্রাইভ থেকে ফাইলটি নির্বাচন করে ইনসার্ট অপশনে ক্লিক করলে সেটি ই-মেইলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবার সেন্ড অপশন চাপলেই আকারে বড় ফাইলসহ ই-মেইলটি প্রাপকের কাছে চলে যাবে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও