যুক্তরাষ্ট্রের তুলায় উৎপাদিত পোশাকে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বিজিএমইএ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় উৎপাদিত বাংলাদেশের পোশাক দেশটিতে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বিজিএমইএ। যুক্তরাষ্ট্র সরকারকে এ ব্যাপারে রাজি করাতে টেক্সাসের সিনেটর টেড ক্রজের কাছে অনুরোধ জানিয়ে সম্প্রতি চিঠি দিয়েছেন বিজিমএইএ সভাপতি ফারুক হাসান।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় ফোরামে বিষয়টি আলোচনাভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় চিঠিতে। এতে বিজিএমইএ সভাপতি বলেন, গত মাসে বাংলাদেশ সরকার গেজেট জারির মাধ্যমে যুক্তরাষ্ট্রের তুলা আমদানি প্রক্রিয়া সহজ করেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিম গোলার্ধের দেশগুলো থেকে আমদানি করা তুলা ব্যবহারের ক্ষেত্রে ডাবল ফিমুগেশন বা দু’বার জীবাণুমুক্ত করার পরীক্ষার শর্ত প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া তুলা আমদানিতে আগে থেকেই প্রায় শতভাগ শুল্কমুক্ত সুবিধা আছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে