ইসলামাবাদ পুলিশের কর্মকর্তা হলেন পাকিস্তানি পেসার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ২১:৪৩

ইসলামাবাদ পুলিশের কর্মকর্তা হলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশ তাকে সম্মাননা র‌্যাঙ্ক দিয়েছে। তার পদবী ডেপুটি সুপারইন্টেনডেন্ট পুলিশ (ডিএসপি)।


রউফকে ব্যাজ পরিয়ে দেন ইসলামাবাদ পুলিশের আইজি ডক্টর আকবর নাসির খান। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, পুলিশের পোশাক পরে আছেন রউফ। তাকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।


টুইটার অ্যাকাউন্টে পাকিস্তানি পেসার লিখেছেন, ‘আইসিটি পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়ে আমি সত্যিই সম্মানিত এবং এই পোশাক পরা অনেক সম্মানজনক, যে পোশাকে আমাদের বীরেরা দায়িত্ব পালন করেন জীবন দিয়ে।’


পাকিস্তানের পুলিশের কাছ থেকে সম্মাননা র‌্যাঙ্ক পাওয়া প্রথম ক্রিকেটার কিন্তু রউফ নয়। ক্রিকেটের তারকাদের মাধ্যমে জনসাধারণের সঙ্গে পুলিশের দূরত্ব ঘোচাতে এই পদক্ষেপ আগেও নিয়েছে দেশটির পুলিশ বাহিনী। সম্প্রতি বেলুচিস্তান পুলিশ নিয়োগ দেয় পেসার নাসিম শাহকে। এছাড়া খাইবার পাখতুনখাওয়ার ডিএসপি হন শাহীন শাহ আফ্রিদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও