পর্তুগালে ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু
পর্তুগালের রাজধানী লিসবনে একটি মুসলিম সেন্টারে ছুরিকাঘাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই বিষয়টি জানায়।
পুলিশ জানিয়েছে, লিসবনের ইসমাইলি সেন্টারে এই হামলা হয়। সন্দেহভাজন হামলাকারী আফগান বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীর হাতে একটি বড় ছুরি ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীকে গুলি করে আহত করেছে পুলিশ। পরে তাকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।
হামলাটি দৃশ্যত বিচ্ছিন্ন ঘটনা এবং সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে আলোচনার সময় হয়নি বলে জানিয়েছেন, পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্টা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ছুরিকাঘাতে নিহত