ইফতারে নেই নতুনত্ব, ঈদ নিয়ে দুশ্চিন্তা স্বল্প আয়ের মানুষের
মাদারীপুর: দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন এসেছে। দৈনন্দিন বাজার নিয়ে কড়ায়-গন্ডায় হিসেব করে অগ্রসর হতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের।
এরপরও আয়-ব্যয়ের হিসাব মিলাতে ব্যর্থ হচ্ছেন অনেকেই। দৈনন্দিন বাজার খরচের কাছে অসহায় হয়ে পড়ছেন অসংখ্য স্বল্প ও নিম্ন আয়ের মানুষের। মাদারীপুর জেলার শিবচরের চরাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে অধিকাংশ গৃহকর্তীরা জানান, হিসাব-নিকাশ করে চলতে হচ্ছে। বাজারে চাষের মাছও কিনতে কষ্ট হয়! সব কিছুর এতো দাম! সংসার চালানো কষ্ট হয়ে উঠছে। ব্যয়ের সঙ্গে সঙ্গে আয় না বাড়ায় অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।