ফলের দাম চড়া, তাই বিক্রিতে ভাটা
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১১:০৪
চলতি রমজান মাসে গত বছরের একই সময়ের তুলনায় ফলের বাজার বেশ চড়া। আমদানি করা ফলের দাম আগে থেকেই বেড়েছিল। আর উৎপাদন খরচ বেশি পড়ায় দেশীয় ফলের বাজারও কিছুটা বাড়তি।
তাতে ইফতারের প্লেটে ফল উঠছে কম। দাম চড়া থাকায় ফলের বেচাকেনাও আশানুরূপ হচ্ছে না।