![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_335644_1.png?t=1679978967)
কম বয়সী গেমারদের ওপর সাইবার হামলা বেড়েছে ৫৭%
গেমিং বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। কিশোর থেকে তরুণ সবাই গেমিংয়ের সঙ্গে যুক্ত। অনলাইন ও অফলাইন দুভাবেই গেম খেলা যায়। তবে অনলাইন বর্তমানে বেশি জনপ্রিয়। মূলত বিশ্বের বিভিন্ন দেশের গেমারদের সঙ্গে প্রতিযোগিতা, যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে অনলাইন গেমিংয়ের প্রসার হচ্ছে। গেমিংয়ের সঙ্গে সাইবার হামলাও বাড়ছে। বিশেষ করে কম বয়সীদের ওপর বেশি আক্রমণ করা হচ্ছে। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।
ইন্টারনেটের নিরাপত্তা বিশেষজ্ঞরা দেখতে পান, ২০২২ সালে সাইবার অপরাধীরা কম বয়সী গেমারদের ওপর ৭০ লাখের বেশি আক্রমণ চালিয়েছে। রবলক্স, মাইনক্রাফট, ফোর্টনাইট ও অ্যাপেক্স লিজেন্ডস গেমসের মাধ্যমে এসব হামলা পরিচালনা করা হয়েছে। দ্য ডার্ক সাইড অব কিডস ভার্চুয়াল গেমিং ওয়ার্ল্ডস শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালে ৩-১৬ বছর বয়সী শিশুদের ওপর আক্রমণের হার ৫৭ শতাংশ বেড়েছে। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৪৫ লাখ।