ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা পেল চ্যাটজিপিটি
বণিক বার্তা
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১০:৫০
ওপেনএআইয়ের তৈরি অত্যন্ত জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটি। বিশ্বজুড়ে এর লাখ লাখ ব্যবহারকারী রয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব সক্ষমতা বাড়াতে কিংবা কাজের মানোন্নয়নে ইন্টারনেট অ্যাকসেস করতে পারে চ্যাটজিপিটি। প্রযুক্তি তথ্যবিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওপেনএআই বলছে, প্লাগইন ব্যবহারের মাধ্যমে চ্যাটজিপিটির সঙ্গে নতুন এ ফিচার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীর প্রশ্নের আরো প্রাসঙ্গিক ও সঠিক উত্তর প্রদানের জন্য ফিচারটি সহায়ক হবে। এতে ওয়েবসাইট এবং অনলাইন উৎসগুলো ব্যবহার করতে সক্ষম হয়েছে চ্যাটজিপিটি। নতুন যুক্ত করা প্লাগইনগুলো এআই চ্যাটবটকে সংবাদ, বৈজ্ঞানিক গবেষণা ও নিয়মিত আপডেট হওয়া বিভিন্ন উৎসের বিস্তৃত তথ্যে প্রবেশ করার সুযোগ দেয়।